HighlightNewsদেশ

‘ভারতের অন্তরাত্মার উপরে আঘাত কারীদের মূল্য চোকাতে হবে’, ইউরোপের বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে হুঙ্কার রাহুল গান্ধীর 

টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রীতি ও বৈচিত্র্যময় এই ভারতে যাঁরা সংখ্যালঘু ও দলিতদের উপরে হামলা চালাচ্ছে, যাঁরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা বিসর্জন দিচ্ছেন, তাঁদের অবশ্যই মূল্য চোকাতে হবে বলে ইউরোপের বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি ছাত্র ছাত্রীদের সামনে ভারতের বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে বলেন, “যারা ভারতের অন্তরাত্মার উপরে আঘাত করছেন, তাদের মূল্য চোকাতে হবে। যাতে ভবিষ্যতে কেউ ফের এই কাজ করার আগে ভাবনাচিন্তা করে।”

ফ্রান্সের প্যারিসের সায়েন্সেস পিয়ো বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি অভিযোগ করেন, বিজেপি ভোটের সময় মেরুকরণ সৃষ্টি করে ও বিদ্বেষ ছড়ায়। তিনি বলেন, “নরেন্দ্র মোদী এই পুরো কাঠামোটা চালাচ্ছেন, এটা বলা অতি সরলীকরণ। আসলে নরেন্দ্র মোদী এই গোটা কাঠামোর একটি যন্ত্র। আমি নিশ্চিত, সঙ্ঘ পরিবার চাইলে পাঁচ মিনিটে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিতে পারে।”

দেশ জুড়ে প্রতি নিয়ত দলিত-সংখ্যালঘুদের উপরে হামলা বেড়ে চলা প্রসঙ্গে তিনি বলেন, “আমি গীতা পড়েছি। উপনিষদ পড়েছি। হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি। বিজেপি যা করে, তার মধ্যে কোনও হিন্দুত্ব নেই। কোনও বইয়ে লেখা নেই, দুর্বলকে তুমি ভয় দেখাও, আঘাত করো। হিন্দু জাতীয়তাবাদী বলে কিছু হয় না। ওরা আসলে যে কোনও মূল্যে ক্ষমতা ধরে রাখতে চায়।”

 

Related Articles

Back to top button
error: