যাঁরা বলেন বামেদের দূরবিন দিয়ে দেখতে হয়, তাঁরা আজকের সমাবেশের খবর নিন, বললেন বিমান বসু

টিডিএন বাংলা ডেস্ক: শুরু হয়ে গেছে বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নীলবাড়ির লড়াইয়ে বাম কংগ্রেসের লক্ষ ওয়াই জেনারেশন। রবিবার কংগ্রেসের হাত ধরে ব্রিগেডের ময়দানে একদিকে উপস্থিত হয়েছেন আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) তেমনি রয়েছেন সীতারাম ইয়েচুরি, বিমান বসু, অধীর চৌধুরী, আবদুল মান্নান-সহ বর্ষিয়ান নেতারা।

সকাল থেকেই ভিড় জমতে শুরু করে ব্রিগেডের ময়দানে। এদিন ব্রিগেড সমাবেশে নিজের বক্তৃতার শুরুতেই সেই ভিড়কে ঐতিহাসিক ভিড় সম্বোধন করে বিমান বসু বলেন,”যাঁরা বলেন বামেদের দূরবিন দিয়ে দেখতে হয়, তাঁরা আজকের সমাবেশের খবর নিন।” তিনি আরো বলেন,”এই সমাবেশের পর এক দিকে থাকবে বিজেপি-তৃণমূল। অন্য দিকে থাকব আমরা সবাই।”