শরদ পওয়ারকে হত্যার হুমকি, পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন সুপ্রিয়া সুলে

ছবি সৌজন্যে শরদ পাওয়ারের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্কঃ প্রাণনাশের হুমকি পেয়েছেন এনসিপি সভাপতি শরদ পওয়ার। এই তথ্য জানিয়েছেন শরদ পওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে। তিনি বলেন, আমি পওয়ার সাহেবের জন্য হোয়াটসঅ্যাপে একটি হুমকি বার্তা পেয়েছি। একটি ওয়েবসাইটের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার কথা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন সুপ্রিয়া।