HighlightNewsদেশ

যোগী রাজ্যে গলার নলি কেটে খুন সপা কর্মীকে

টিডিএন বাংলা ডেস্ক : নির্বাচন শুরু না হতেই শুরু রক্তপাত। উত্তরপ্রদেশে খুন সমাজবাদী পার্টির নেতা ফিরোজ আহমেদ ওরফে পাপ্পু। দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন তিনি। গলার নলি কেটে দেওয়া হয় তার।

পুলিশ সূত্রে খবর, তুলসিপুর নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান ভোটপ্রচার সেরে বাড়ি ফিরছিলেন। তখন তাঁর উপর হামলা। তুলসিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় তার। ঘটনার প্রতিবাদে দোকান বন্ধ রেখে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা।

পুলিশসুপার জানিয়েছেন, ‘ঘটনার তদন্তে ৪ সদস্যের দল গঠন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করেছে জেলা পুলিশ।‘ অন্যদিকে দলীয় নেতার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন সপা-র কর্মী-সমর্থকরা। দোষীদের শাস্তির দাবিতে সরব হন তাঁরা। সপা সুপ্রিমো অখিলেশ যাদবের নেতৃত্বে অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে সপা। দলীয় কোন্দল শিকার কীনা তাও, খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় থমথমে এলাকা।

Related Articles

Back to top button
error: