টিডিএন বাংলা ডেস্ক: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ নীতির মামলায় তিহার জেলে বন্দী মনীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করতে এদিন তিহার জেলে যায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইডির টিম সিসোদিয়াকে জেরা শুরু করেছে।
এর আগে, ৭ মার্চ সিসোদিয়াকে ৬ ঘণ্টা জেরা করেছিল ইডি। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই মামলায় ধৃত অন্য দুই অভিযুক্তের সঙ্গে ইডি-র একটি টিম তিহারে পৌঁছয়। ইডি জানিয়েছে, নতুন মদের নীতি তৈরিতে দক্ষিণ দিল্লির ব্যবসায়ীদের কাছ থেকে ১০০ কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছে। এই মামলায়, ইডি ৬ মার্চ হায়দরাবাদ-ভিত্তিক ব্যবসায়ী অরুণ রামচন্দ্র পিল্লাই এবং আমনদীপ ধলকে গ্রেপ্তার করে।