মুসলিমদের তিলক কাটার হুমকি,বিতর্কে পদ্ম নেতা

টিডিএন বাংলা ডেস্ক ‌: পদ্মনেতার মুখে বিদ্বেষমন্তব্য। ক্ষমতায় ফিরলে ম‍ুসলিম প‍ুর‍ুষদের কপালে তিলক কাটাতে বাধ্য করবেন। ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল উত্তরপ্রদেশে। পুলিশ ওই নেতার বিরুদ্ধে মামলা রুজু করেছে।

সোশ্যাল মিডিয়ায় ( টিডিএন বাংলা ওই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি) ভিডিয়োতে ডোমারিয়াগঞ্জের বিজেপি বিধায়ক রাঘবেন্দ্র সিংকে বলতে শোনা গিয়েছে, ‘মুসলিম সন্ত্রাসের জেরে হিন্দুদের গোল টুপি পরতে বাধ্য করা হচ্ছে। ভোটে মুসলিমরা আমায় পরাজিত করার চেষ্টা করলে, আমি তা রোখার চেষ্টা করব। হাত গুটিয়ে বসে থাকব না।’

এমনকী মুসলিমদের ‘মিঞা’ বলেও সম্বোধন করে বিজেপি বিধায়ক। রাঘবেন্দ্র সিং বলেন, ‘আমি বিধায়ক হলে ওই গোল-গোল টুপি ভ্যানিস হয়ে যাবে। মিঞারা মাথায় তিলক কাটবে।’ এই কেন্দ্র থেকে গত বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন রাঘবেন্দ্র সিং। বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবার কী হয় সেটাই দেখার। উত্তরপ্রদেশে এবারের বিধানসভা ভোট সাত দফায়। ফল ঘোষণা ১০ মার্চ।