টিট ফর ট্যাট! কেজরির বাড়ির সামনে পার্শ্বশিক্ষকদের প্রতিবাদ, শামিল সিধু
টিডিএন বাংলা ডেস্ক : একেই বলে টিট ফর ট্যাট। পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে সে রাজ্যে জোরদার প্রচার চালাচ্ছে আম আদমি পার্টি। মোহালিতে সম্প্রতি শিক্ষকদের প্রতিবাদ ধর্নাতে যোগ দিয়েছিলেন পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রবিবার পাল্টা দিল কংগ্রেস। পাঞ্জাবে কংগ্রেসের গোষ্ঠী কোন্দলকে দূরে ঠেলে, দলের হয়ে হাল ধরলেন প্রদেশ কংগ্রেস সভাপতি নভজোৎ সিং সিধু। দিল্লিতে কেজরিওয়ালের বাড়ির সামনে পার্শ্ব শিক্ষকদের প্রতিবাদ আন্দোলনে শামিল হলেন প্রাক্তন এই ক্রিকেটার।
রবিবার ওই আন্দোলনের একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, পার্শ্ব শিক্ষকদের সঙ্গে গলা ফাটাচ্ছেন সিধুও। আপ সরকারের সমালোচনা করে সিধু বলেন, রাজধানীতে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ করা হয় চুক্তির ভিত্তিতে। আপ সরকারের পাঁচ বছরের শাসনকালের বেকারত্ব বেড়েছে ৫ গুন। পাশাপাশি টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন এই ক্রিকেটার। তিনি লেখেন, “আপ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সাধারণ শিক্ষকদের মত কন্ট্রাক্ট শিক্ষকদেরও একই বেতন দেওয়া হবে। কিন্তু তা হয়নি।”
এখানে অবশ্য থামেননি সিধু। টুইটারে আরও লেখেন, ২০১৫ সালের ম্যানিফেস্টোতে ছিল ৮ লাখ চাকরির প্রতিশ্রুতি। দিল্লিতে ২০ টি নতুন কলেজের কথাও উল্লেখ ছিল ইশতেহারে। কলেজ আর কর্মসংস্থানের কী হলো? উল্টে ৫ বছরে পাঁচ গুণ বেকারত্ব বেড়েছে। কেজরিজি শিক্ষকদের সঙ্গে লেবারের মত আচরণ করছেন। তাদের দিনপ্রতি বেতন দেওয়া হচ্ছে। তাদের বিনা নোটিশে বরখাস্ত করা হচ্ছে।” তাৎপর্যপূর্ণ বিষয় হলো, শনিবার আপ নেতা রাঘব চাধা পাঞ্জাবে বালি চুরির অভিযোগ তুলেছিলেন। এর পেছনে মুখ্যমন্ত্রী চান্নির ভূমিকা আছে বলেও অভিযোগ করেছিলেন ওই নেতা। রবিবার দিল্লিতে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভে সিধুর এই যোগ, আসলে চাপ বাড়ালো কেজরিওয়ালের। মনে করছে রাজনৈতিক মহল।