টিডিয়েন বাংলা ডেস্ক: দেশের একাধিক রাজ্যে সম্ভাব্য ব্ল্যাকআউট এবং বিদ্যুৎ বিভ্রাটের পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রগুলিতে কয়লার ঘাটতি মেটানোর জন্য কয়লাবাহী গাড়িগুলির দ্রুত চলাচলের সুবিধার্থে দেশজুড়ে মোট ৪২টি যাত্রীবাহী ট্রেন বাতিল করল রেল। রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই ট্রেনগুলি অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে।
শুক্রবার ভারতীয় রেলের কর্মকর্তারা জানিয়েছেন, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে মজুদ করা কয়লার পরিমাণ দ্রুত হ্রাস পাচ্ছে। যুদ্ধকালীন প্রস্তুতিতে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা স্থানান্তর করার চেষ্টা করা হচ্ছে এবং কয়লা পৌঁছানোর সময় কম করা হচ্ছে।
রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে এই পদক্ষেপ অস্থায়ী এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যাত্রী পরিষেবাগুলি পুনরুদ্ধার করা হবে।
উল্লেখ্য, সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির দৈনিক কয়লা স্টক রিপোর্ট অনুসারে ১৬৫টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ৫৬টিতে ১০ শতাংশ বা তার কম কয়লা অবশিষ্ট রয়েছে অন্তত ২৬টি তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে ৫ শতাংশেরও কম স্টক বাকি রয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন ট্যুইটারে লেখেন,”পুরো ভারতের পরিস্থিতি ভয়াবহ। আমাদের সম্মিলিতভাবে শীঘ্রই একটি সমাধান নিয়ে আসতে হবে। এই পরিস্থিতির সমাধানের জন্য অবিলম্বে কঠিন পদক্ষেপ প্রয়োজন।”
সারা দেশ জুড়ে চলতে থাকা তাপপ্রবাহের মাঝে ভারতের বেশ কয়েকটি অংশে ইতিমধ্যেই দেখা গিয়েছে ব্ল্যাকআউট এবং বিদ্যুৎ বিভ্রাট। যার ফলে বেশ কয়েকটি শিল্পক্ষেত্রে কয়লার ঘাটতির কারণে উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। ভারতের পাওয়ার প্লান্টে কয়লার মজুদ এপ্রিল মাসের গোড়া থেকে প্রায় ১৭ শতাংশ হ্রাস পেয়েছে এবং প্রয়োজনীয় মাত্রার মাত্র এক-তৃতীয়াংশ বাকি রয়েছে। গত বছরেও একই ধরনের বিদ্যুৎ সংকট এবং কয়লার ঘাটতির কারণে দেশের একাধিক রাজ্যে ব্ল্যাকআউট হতে দেখা যায়।