খেলা

কাতার বিশ্বকাপ দেখতে দর্শকদের নিতে হবে করোনা টিকা

টিডিএন বাংলা ডেস্ক : করোনাভাইরাসমুক্ত ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন দেখছে আয়োজক কাতার। টিকা গ্রহণকারীরাই কেবল গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি পাবে বলে জানানো হয়েছে। করোনার করালগ্রাসে বিপর্যস্ত বিশ্ব। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে যে কবে আসবে তা জানা নেই , বাস্তবতা মেনে স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ, মাঠে ফিরছে খেলা। একে একে আয়োজিত হচ্ছে স্থগিত আসরগুলো।

২০২২ সালের নভেম্বরে শুরু হবে চার সপ্তাহব্যাপী এই টুর্নামেন্ট। গত ফেব্রুয়ারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যদিও বলেছিলেন, বিশ্বকাপে দেখা যেতে পারে দর্শকপূর্ণ গ্যালারি। ১.৫ মিলিয়ন দর্শকের আশা রাখছে আয়োজকরা।

কাতারের প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুলআজিজ আল থানি রোববার আশা প্রকাশ করেন, বিশ্বকাপ শুরুর আগেই হয়তো অনেক দেশ তাদের নাগরিকদের টিকার আওতায় আনতে পারবে।

তাছাড়াও কাতার প্রয়োজনীয় টিকা দেওয়ার ব্যাবস্থা নিতে পারে “১০ লাখ ডোজ কোভিড-১৯ টিকার জন্য একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা আলোচনা করছি। কাতার সফর করা কিছু মানুষের সুরক্ষার জন্য এটা লাগবে।”
তবে কীভাবে তাদেরকে টিকা দেওয়া হবে, সে সম্পর্কে পরিষ্কার করে কিছু বলা হয়নি। অধিকাংশ করোনাভাইরাসের টিকার দুটি ডোজ দেওয়া হয় কয়েক সপ্তাহের ব্যবধানে।

কাতার তাদের নাগরিকদের দিচ্ছে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকা।
জনসংখ্যার প্রায় ৫৭% একটি ডোজ পেয়েছে, এবং ৪৪% সম্পূর্ণ টিকা পেয়েছেন।

চলতি বছরের ডিসেম্বরে কাতারের দোহায় হবে ২০২১ আরব কাপ। বিশ্বকাপের জন্য দেশটি কতটা প্রস্তুত তার একটা ধারণা এই টুর্নামেন্ট থেকে পাওয়া যাবে বলে বিশ্বাস শেখ খালিদের।

তিনি আরও জানান, অধিকাংশ স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। তিনটির কাজ এখনও চলছে। এর মধ্যে একটি লুসাইল স্টেডিয়াম, যেখানে হবে বিশ্বকাপের ফাইনাল। স্টেডিয়ামটির কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে।

Related Articles

Back to top button
error: