HighlightNewsদেশ

অমরনাথ যাত্রায় তামাক নিষিদ্ধ: ল্যান্ড স্লাইডের কারণে হেলমেট পরে যাত্রা করতে হবে আড়াই কিলোমিটার; ১জুলাই থেকে শুরু হবে যাত্রা

টিডিএন বাংলা ডেস্ক: ১ জুলাই থেকে শুরু হওয়া অমরনাথ যাত্রা এবার সম্পূর্ণ তামাকমুক্ত হবে। জম্মু ও কাশ্মীর স্বাস্থ্য বিভাগ ২৮ জুন একটি আদেশ জারি করে জানিয়েছে, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে অমরনাথ যাত্রাকে তামাকমুক্ত করতে হবে। ইতিমধ্যেই, অমরনাথ তীর্থযাত্রীরা ২৯জুন থেকেই জম্মুতে পৌঁছতে শুরু করেছেন। তীর্থযাত্রীরা বেস ক্যাম্পে পৌঁছানোর সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

জম্মু ও কাশ্মীর স্বাস্থ্য বিভাগের ওই আদেশে বলা হয়েছে, যাত্রাপথের সকল স্টপেজে তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। গান্দেরবাল এবং অনন্তনাগ জেলার জেলা সেলগুলি এই কাজে প্রশাসনকে সাহায্য করবে।

অমরনাথ শ্রাইন বোর্ডও নিয়ম করেছে, যার অধীনে ২.৫ কিলোমিটার উচ্চ-ঝুঁকিপূর্ণ পথে তীর্থযাত্রীদের হেলমেট পরতে হবে। তীর্থযাত্রীদের প্রথম দলটি ৩০ জুন জম্মু ভগবতী নগর বেস ক্যাম্প থেকে উপত্যকার উদ্দেশ্যে রওনা হবে।

Related Articles

Back to top button
error: