আজ রাজধানীতে মমতা

টিডিএন বাংলা ডেস্ক : আজ ৪দিনের সফরে দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটা নাগাদ বিশেষ বিমানে দিল্লি পৌঁছানোর কথা।

নবান্ন সূত্রে খবর, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মমতা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা টাকা থেকে শুরু করে সীমান্তে বিএসএফের এলাকা বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা প্রত্যাহারের দাবিও তুলতে পারেন মমতা। মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়াল, সোনিয়া গান্ধির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মমতা। বৃহস্পতিবার দিল্লি থেকে ফেরার কথা নেত্রীর। রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবার পর এটি মমতার দ্বিতীয় দিল্লি সফর।

কৃষকদের লাগাতার আন্দোলনের চাপে ক্ষমা প্রার্থনা চেয়ে বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিল করেছেন প্রধানমন্ত্রী। রবিবার ত্রিপুরায় গ্রেফতার হয়েছেন তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ। ত্রিপুরার বিপ্লব দেবের সরকারের আচরণের প্রতিবাদ জানাতে তৃণমূলের ১৫ জন সাংসদের প্রতিনিধি দল দেখা করতে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। দিল্লিতে এই ইস্যুতে তারা ধর্নাতেও বসতে পারেন। এই সময় মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকার জন্য, তিনিও যোগ দিতে পারেন ধর্নায়। ২৯ তারিখ সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে আজ জরুরি বৈঠক ডেকেছে তৃণমূলের সংসদীয় দল। বৈঠকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনায় কী উঠে এলো এবং প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য বৈঠকে নজর দেশবাসীর।