দেশ

আজ কৃষকদের ডাকা ভারত বনধ, বনধকে সমর্থন তৃণমূল-কংগ্রেস-বসপার

টিডিএন বাংলা ডেস্ক : তিনটি কৃষি আইনের বিরোধিতায় আজ ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। বনধের এপিসেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছে ভোট রাজ্য উত্তরপ্রদেশকে। ধর্মঘটকে সমর্থন না করলেও কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনধকে সমর্থন করেছে কংগ্রেস। বহুজন সমাজপার্টির প্রধান মায়াবতীও সমর্থন করেছেন এই আন্দোলনকে।

বনধের সমর্থনে এদিন সকাল ৬টা থেকে পথে নেমেছে কৃষক সংগঠনগুলি। ধর্মঘট চলবে বিকেল ৪টে পর্যন্ত। সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে ধর্মঘটের সমর্থনে পথে নেমেছেন কৃষক, খেতমজুর এবং শ্রমিকরা। আজ কৃষকদের সঙ্গে ধর্মঘটে সামিল বামদলগুলিও। অ্যাপ ক্যাব ও ট্যাক্সিও আজ রাস্তায় কম থাকতে পারে। অন্যদিকে ধর্মঘটকে কেন্দ্র করে যাতে বিশৃঙ্খলা না হয় তার জন্য প্রস্তুত রয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন। ধর্মতলা, শিয়ালদা, হাওড়া স্টেশন চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এমনই খবর লালবাজার সূত্রে। সবমিলিয়ে শহরে প্রায় ৩ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়। জোর করে বনধ সফল করার চেষ্টা করা হলে প্রশাসন ব্যবস্থা নেবে।

অন্যদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও আন্দোলনকারীকে সীমানা পার করে দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হবে না। কৃষকরা জানিয়েছেন, তাদের কর্মসূচি হবে পুরোটাই শান্তিপূর্ণভাবে। কৃষক সংগঠনগুলো জানিয়েছে, এর আগে তাদের ডাকা দুটি ভারত বনধ প্রত্যক্ষ করেছেন দেশের মানুষ। আজ তার থেকেও বড় কিছু হতে চলেছে। সংযুক্ত কিষান মোর্চার তরফে জানানো হয়েছে, যতদিন দাবি না মিটছে ততদিন একইভাবে শান্তিপূর্ণ পথে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন তারা চালিয়ে যাবেন। মোর্চার দাবি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরল সরকার ইতিমধ্যেই বনধ সমর্থন করার কথা জানিয়েছে। এর পাশাপাশি বনধ সমর্থন করেছে আম আদমি পার্টি, আরজেডি, এনসিপি, তেলুগু দেশম পার্টি, সমাজবাদী পার্টি, বহু জন সমাজ পার্টির মতো একাধিক অ-বিজেপি দল।

Related Articles

Back to top button
error: