আজ নজরে মহা পঞ্চায়েত, কৃষক আন্দোলন রুখতে বন্ধ ইন্টারনেট

টিডিএন বাংলা ডেস্ক : ২৮ আগস্ট। এরপর ফের আজ। একবার ফের সবার নজর থাকবে কার্নালের দিকে। গত মাসে এখানেই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন কৃষকরা। আজ ফের সেখানেই মহা পঞ্চায়েত। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্ধ কার্নালের ইন্টারনেট পরিষেবা। এমনকী কোপ পড়েছে এসএমএসেও। মনে করা হচ্ছে কৃষকরা যাতে কোনও বার্তা না দিতে পারে সেই জন্য এই ব্যবস্থা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, কার্নালকে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। নামানো হয়েছে ২৫জন ডিএসপি এবং পাঁচজন এসপিকে। রয়েছে হাজার পাঁচেক পুলিশকর্মী। আম্বালা দিল্লি সংযোগকারী রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষকদের বিরুদ্ধে যাতে পুলিশ আইনি ব্যবস্থা নিতে পারে সেই জন্য আগেই হরিয়ানা সরকার কোনও বড় জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষেধাজ্ঞা না শুনলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মধ্যরাত থেকেই কারনাল, কুরুক্ষেত্র, কৈথল, জিন্দ এবং পানিপথ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ।

তবে এসবকে পাত্তা দিচ্ছে না আন্দোলনরত কৃষকরা। রবিবার মুজাফফরনগরে মহা পঞ্চায়েত সফল হয়েছে। সেখানে কৃষকরা কৃষি আইন বাতিল করা না পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন। পাশাপাশি মোদি-যোগীদের বিরুদ্ধে প্রচারণা চালাবেন তারা।