দেশ

আজ ফের বাড়ল কোভিড সংক্রমণ, কমল মৃতের সংখ্যা

টিডিএন বাংলা ডেস্ক : বেশ কয়েকদিন ধরে সংক্রমণের গ্রাফ ছিল নিম্নমুখী। বুধবার হঠাৎ করেই করোনার দৈনিক সংক্রমণ বৃদ্ধি ৪৭ শতাংশ। বৃহস্পতিবার সামান্য কমেছিল সংখ্যাটা। শুক্রবার ফের বাড়ল দৈনিক সংক্রমণ। পাশাপাশি স‍ুস্থতার সংখ্যাও এক ধাক্কায় বাড়লো অনেকটা। স্বস্তি বজায় রেখেই সামান্য কমল মৃত্যু সংখ্যা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ২৩০ জনের শরীরে মিলেছে মারণ করোনা ভাইরাস। গতকাল এই সংখ্যাটা ছিল ৪৩ হাজার ৫০৯। এখনও পর্যন্ত দেশে এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪। গত একদিনে মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল ৬৪০। এখনও পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা ৪ লক্ষ ২৩ হাজার ২১৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ৩৬০ জন। গতকালের থেকে কিছুটা বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মোট ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন রোগী।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট করোনার ভ্যাকসিন পেয়েছেন ৪৫ কোটি ৬০ লক্ষ ৩৩ হাজার ৭৫৪ জন।

Related Articles

Back to top button
error: