আজ শহরে কমবে বৃষ্টি, দুর্যোগ চলবে কাল পর্যন্ত
টিডিএন বাংলা ডেস্ক : একদিকে ঘূর্ণাবর্ত। অন্যদিকে রাজ্যের উপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষ রেখা। এই সাঁড়াশি আক্রমণে রাজ্যের আকাশে সিঁদুরে মেঘ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত দুর্যোগ চলবে। কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় বৃষ্টি কমবে আজ।
সারাবছর বৃষ্টি হওয়ার কথা ১৪০০ মিমি। আর সেখানে মাত্র ক’দিনেই বৃষ্টি হয়েছে ৬০০ মিমি। টানা বৃষ্টিতে জলে ডুবে কলকাতার একাধিক এলাকা। হাল খারাপ হাওড়া, হুগলি ও মেদিনীপুরের মত রাজ্যগুলির। এই অবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে একাধিক জায়গায়। ভারী বৃষ্টি হবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সর্তকতা জারি করা হয়েছে। মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়াতে। তবে আজ থেকে বৃষ্টি কমবে কলকাতায়।
আলিপুর হাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মৌসুমী অক্ষ রেখা শ্রীনিকেতন ও ডায়মন্ড হারবারের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে শুক্রবার এর আগে ঘ্যানঘ্যানে বৃষ্টির হাত থেকে রেহাই নেই বাংলার। তবে শহরবাসীর জন্য একটাই ভালো খবর। আজ বিকেলের পর কলকাতায় বৃষ্টি কমবে।