কোভিশিল্ডের ২টি ডোজ নিয়েছি, ব্রিটেনকে খোঁচা দিয়ে দাবি রাষ্ট্রপুঞ্জের কর্তার

টিডিএন বাংলা ডেস্ক : কোভিশিল্ডকে ব্রিটেনে ছাড়পত্র দেওয়া হবে কীনা, তা নিয়ে চলছে আলোচনার পর্ব। এমনটাই জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনের মুখপাত্র। এই বিতর্কের মধ্যেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রেসিডেন্ট আব্দুল্লাহ শাহিদ জানিয়ে দিলেন, ভারত থেকে কোভিশিল্ড- এর ২টি ডোজ নিয়েছেন তিনি। তার কথায়, “আমি জানিনা কটা দেশ কোভিশিল্ডকে করোনার বৈধ টিকা বলে গ্রহণ করবে। কিন্তু এটা সত্যি যে বিশ্বের একটা বড় অংশের মানুষ কোভিশিল্ডের টিকা পেয়েছেন।”

উল্লেখ্য শাহিদ মালদ্বীপের নাগরিক। সাধারণ পরিষদের ৭৬ তম অধিবেশনের সভাপতিত্ব করছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে কোভিশিল্ডকে এভাবে সার্টিফিকেট দিয়ে শাহিদ সমস্ত বিতর্কের অবসান চেয়েছেন বলে মনে করা হচ্ছে। মাত্র কয়েকটি দেশের পর্যটকদের ভ্যাকসিন সার্টিফিকেটকে মান্যতা দিয়েছে ব্রিটেন। সেই তালিকায় নাম নেই ভারতের। ফলে যারা কোভিশিল্ড নিয়েছেন, ব্রিটেনে পৌঁছে তাদের ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। Rt-pcr টেস্ট করতে হবে। ব্রিটেনের এই বৈষম্যমূলক নীতির প্রতিবাদে নয়াদিল্লিও ভারতে আসা ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে একই নিয়ম চালু করেছে। ব্রিটেনের এই নীতির নিন্দা করেছেন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া।

বরিস জনসনকে খোঁচা দিতেও ছাড়েননি শাহিদ। তাঁর কথায়, “আমাকে যদি প্রশ্ন করেন কোন ভ্যাকসিন নিয়েছেন? জবাবে বলব, ভারতে প্রস্তুত কোভিশিল্ড। এর পরেই তাঁর সংযোজন, কোন দেশ এই টিকা গ্রহণ করল, তা জানার দরকার নেই।” চলতি বছরের জানুয়ারি থেকে কোভিশিল্ড তৈরি করছে সিরাম। কোভিশিল্ড এর ওপর আস্থা রেখে টিকাকরণের কর্মসূচি নিয়েছে ১০০টিরও বেশি দেশ।