টিডিএন বাংলা ডেস্ক: পাহাড়ে বন্ধ স্থগিত রাখার ঘোষণায় খুশি পর্যটকরা। তবে, বিভিন্ন দলের নেতাদের মন্তব্য অনুযায়ী, বন্ধের আশঙ্কা থেকে যাচ্ছে। কারণ, দাবি আদায়ে পাহাড়ে বন্ধকেই হাতিয়ার করতে চাইছে বিরোধীরা। ফলে ২০১৭ সালের ১০৪ দিনের অচলাবস্থার আতঙ্ক ফিরবে কি না, তা নিয়ে চিন্তিত পাহাড়বাসী।
উল্লেখ্য, বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের বিরুদ্ধে হামরো পার্টি ও গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে আজ ১২ ঘণ্টার পাহাড় বন্ধ হওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রীর দেওয়া হুঁশিয়ারির পর সেই বন্ধ স্থগিত হয়েছে। যার পর খুশির হাওয়া ম্যালে। এদিকে, আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তাই, গতকাল সাধারণ মানুষের কথা ভেবেই বন্ধ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিনয় তামাং। এছাড়া সামনেই গ্রীষ্মকাল। শীঘ্রই শুরু হবে পর্যটনের মরশুম। তার আগে, বন্ধের বিরোধিতায় সবথেকে সরব হয়েছেন পাহাড়ের সাধারণ মানুষ।