HighlightNewsরাজ্য

“সু-সংহত পরিবার সু-সংহত সমাজ” ক্যাম্পেইনের প্রশিক্ষণ শিবির উত্তর ২৪ পরগণাতে

নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলাঃ জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে রাজ্য জুড়ে “সু-সংহত পরিবার সু-সংহত সমাজ” শিরোনামে একটি ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এই ক্যাম্পেইনকে সফল করতে প্রতিটি জেলাতে কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে। সেই উপলক্ষে আজ রবিবার উত্তর ২৪ পরগণা জেলার পক্ষ থেকে গোয়ালপোতার আল-মানার আদর্শ শিক্ষা শিবিরে(মিশন) এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য জামাআতের আমীরে হালকা মুহতারাম জনাব আব্দুর রফিক সাহেব, জেলা নাজিম রাফিকুল ইসলাম, সহকারী জেলা নাজিম আব্দুল আজিজ সাহেব ও অন্যান্য দায়িত্বশীলগণ। প্রোগ্রাম শুরু হয় মুহতারাম এ এফ এম খালিদ সাহেবের তাযকীর বিল ক্বোরআন দিয়ে। “সু-সংহত পরিবার সু-সংহত সমাজ ” এই ক্যাম্পেইনের লক্ষ‍্য উদ্দেশ্যের উপর এক মনোজ্ঞ আলোচনা রাখেন আমীরে হালকা মুহতারাম জনাব আব্দুর রফিক সাহেব। এই ক্যাম্পেইনের লক্ষ‍্য উদ্দেশ্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, ” আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজ চরম অধঃপতনের দোড়গোড়ায় দাঁড়িয়ে আছে। পারিবারিক বন্ধনগুলো ক্রমশ‍্যই আলগা হয়ে আসছে। গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধ নেই বললেই চলে, ডিভোর্স প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় আমরা মানবজাতিকে মুক্তির পথ দেখাতে ইসলামের পারিবারিক জীবন পদ্ধতি মানুষের কাছে তুলে ধরতে এই ক্যাম্পেইন পরিচালনা করছি।” এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্য তারার মহলের দায়িত্বশীল জুলফিকার আলি গাজি, রাজ্য যুব সম্পাদক ওসমান গনি, রাজ্য সোশ্যাল মিডিয়া ইনচার্জ মুস্তাফিজুর রহমান, রাজ্য অফিস সম্পাদক সাবির আলি প্রমুখ। উল্লেখ্য যে, এদিনের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে জামাআতে ইসলামী হিন্দের মহিলা, পুরুষ ও তরুণ- তরুণীরা উপস্থিত হন।

Related Articles

Back to top button
error: