টিডিএন বাংলা ডেস্ক : রাজ্যপাল জগদীপ ধনখড় ও রাজ্য সরকারের মধ্যে বাকবিতণ্ডা যেন লেগেই আছে। এবার রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রি অমিত মিত্রের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটারে রাজ্যপাল লিখেছেন, “বাকপটু অমিত মিত্রের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির বিভ্রান্তির কারণে রাজ্যের উন্নয়নে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা প্রশ্নের মুখে পড়েছে। এ বিষয়ে তাঁর জবাব চেয়েছি।” শুক্রবারে অমিত মিত্রকে পাঠানো চিঠিতে তথ্য গোপনের অভিযোগ তুলে রাজ্যপাল লিখেছেন, ‘‘২০১৬ সাল থেকে বিজিবিএস-এর আয়োজন করতে কত টাকা খরচ করেছেন আর কত বিনিয়োগে এনেছেন এবং কর্মসংস্থান তৈরি করেছেন, সে তথ্য কেন প্রকাশ্যে আনছেন না?’’
পাশাপাশি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) এবং আর্থিক কর্মকাণ্ড নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সমালচোনা শোনা যায় তার মুখে। নবান্নের তরফে আগে দাবি করা হয়েছে, পাঁচটি শিল্প সম্মেলনে মোট ১২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। কিন্তু তিনি অভিযোগ করেছেন নিয়ম মেনে এ বিষয়ে তাকে বিস্তারিত কোন রিপোর্ট দেয়নি সরকার। যার ফলে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একইসঙ্গে এ বিষয়ে তিনি রাজ্য সরকারের সঙ্গে সঙ্ঘাতের পথে হাঁটার বার্তা দিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনখড় বিজিবিএস বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন। এদিন তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বিজিবিএস নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা।” এমন কি শুক্রবার রাজ্য অর্থ দফতরের প্রধান উপদেষ্টা অমিত মিত্রকে চিঠি পাঠিয়ে রজ্যপাল বিগত পাঁচ বছরের শিল্প সম্মেলনের সাফল্য নিয়েও প্রশ্ন তুলেছেন।