উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত

ছবি সৌজন্যে ত্রিবেন্দ্র সিং রাওয়াতের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। রাজভবনে গিয়ে রাজ্যপাল বেবিরানী মৌর্যের হাতে ইস্তফাপত্র জমা দেন। বেশ কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতের ইস্তফা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনাকে সত্যি করে এদিন নিজের ইস্তফা পত্র জমা দিলেন তিনি।এ প্রসঙ্গে গতকাল দিল্লিতে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন উত্তরাখণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত।পর্যবেক্ষকদের রিপোর্ট পাওয়ার পর বিজেপি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে অপসারণের সিদ্ধান্ত নেয়। ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতের এহেন পদত্যাগের পর এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বিধায়ক দলের বৈঠক আহ্বায়িত হবে।

সূত্রের খবর অনুযায়ী, উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হবার সম্ভাব্য তালিকায় রয়েছেন রাজ্যসভার সাংসদ অনিল বালুনি, নৈনিতালের লোকসভার সাংসদ অজয় ​​ভট্ট এবং ধন সিংহ রাওয়াত। এই তিনজনের মধ্যে একজনকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। অন্যদিকে, এ প্রসঙ্গে সংঘের সাথে বৈঠকে বসেছেন সৎপাল মহারাজ। তাই মুখ্যমন্ত্রী হবার তালিকায় সৎপাল মহারাজের নাম সংযুক্ত হওয়ার সম্ভাবনাও বাদ দিচ্ছে না রাজনৈতিক মহল।