টিডিএন বাংলা ডেস্ক : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। সেই মোতাবেক হরিয়ানায় ঘুঁটি সাজাতে শুরু করল ঘাসফুল শিবির।
ত্রিপুরা, অসম, গোয়ার পর এবার লক্ষ্য হরিয়ানা। দিল্লিতে হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায়ের সঙ্গে বৈঠক করেন সদ্য তৃণমূল শিবিরে যোগ দেওয়া ওই রাজ্যের প্রভাবশালী নেতা অশোক তানিয়ার সহ অন্য জাঠ নেতারা। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারও। খুব দ্রুতই হরিয়ানাতে সংগঠনের কাজ শুরু করা হবে বলে বৈঠক শেষে জানান সুখেন্দু শেখর। উল্লেখ্য মমতার দিল্লি সফরের সময় তৃণমূলে যোগ দিয়েছিলেন হরিয়ানার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক তানোয়ার। ওই সময়ই মমতা জানিয়েছিলেন, হরিয়ানাতে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য কাজ করবেন তানোয়ার।
আগামী সপ্তাহ থেকে হরিয়ানায় পুরোদমে কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর। অন্যদিকে তানোয়ার বলেন, মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার করোনাকে অজুহাত করে পঞ্চায়েত নির্বাচন করাচ্ছেন না। তৃণমূল এর বিরুদ্ধে আন্দোলন করবে।