রাজ্য

নববর্ষে নানান কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: নববর্ষের প্রথম দিনে নানান কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করলো তৃণমূল কংগ্রেস। আজ মালদা জেলার শহীদ বেদীতে পালিত হয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রতিষ্ঠা দিবসউপলক্ষে নতুন বছরের ক্যালেন্ডার হাতে তুলে দেওয়ার পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছা বার্তাও দেন তিনি।

এদিকে ক্রমান্বয়ে বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যা নামার পরেই কুয়াশার চাদরে ঢাকা পড়ছে জনপদ। তাই শীতার্ত প্রতিবন্ধীদের কষ্ট লাঘবের জন্য তাদের হাতে কম্বল তুলে দিলেন তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খান। বৃহস্পতিবার মালদহের হরিশ্চন্দ্রপুরে শীতার্ত দুঃস্থ মানুষ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রায় ২০০ জন প্রতিবন্ধীর হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।

 

Related Articles

Back to top button
error: