নিজস্ব সংবাদ, টিডিএন বাংলাঃ ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ যুব তৃনমূল কংগ্রেস স্টিয়ারিং কমিটির সদস্য শান্তনু সাহাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার সুবল ভৌমিক বলেন যে, “অষ্টমী পূজার দিন উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় ভেঙ্গে গুড়িয়ে দেয় দুস্কৃতিকারীরা। গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের নেতৃত্ব শান্তনু সাহা পুজো দেখে বাড়িতে আসার সময় দুর্বৃত্তরা তার বাড়ির সামনে বনমালীপুর এলাকায় বসেছিল। শান্তনু সাহা ওর বাড়ির সামনে আসা মাত্রই দুর্বৃত্তরা তাঁর উপর আক্রমণ করে এবং তাঁকে গুরুতরভাবে মেরে আহত করে।” আহত শান্তনু সাহার বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার সুবল ভৌমিক। তিনি আরো বলেন যে, “দুর্বৃত্তরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তাই প্রকাশ্যে আক্রমণ সংগঠিত করতে পারছে না, রাত্রিবেলায় করছে।” এই ঘটনার তীব্র নিন্দা জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার সুবল ভৌমিক।