HighlightNewsরাজ্য

মমতার দিল্লি সফরে তৃণমূলে যোগ কংগ্রেস নেতা কীর্তি আজাদের!

টিডিএন বাংলা ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর যে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা আগে থেকেই অনুমান করা হচ্ছিল। সোমবার তিনি দিল্লিতে পৌঁচেছেন। অনুমান করা হচ্ছে জাতীয় রাজনিতীর বহু ব্যক্তি তৃণমূল শিবিরে যোগ দিতে চলেছেন। প্রাক্তন ক্রিকেটার তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা কীর্তি আজাদও মমতার এই দিল্লি সফরেই ঘাসফুলে যোগ দিতে চলেছেন। এখন তিনি কংগ্রেসের বর্ষীয়ান নেতা। ইতিপূর্বে তিনি বিজেপিতেও কাটিয়েছেন দীর্ঘ দিন। এক সময় তিনি কপিল দেবের সঙ্গে ভারতীয় ক্রিকেটের অন্যতম নামী ব্যক্তিত্ব ছিলেন। ১৯৮৬ সালে তিনি ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেন। এরপর বাবা ভগবৎ আজাদের পথে হেঁটে গেরুয়া শিবিরের হয়ে রাজনীতিতে নামেন। দ্বারভাঙা থেকে দু বারের সাংসদও নির্বাচিত হন। কিন্তু দলের সঙ্গে মতভেদ বৃদ্ধির ফেলে বিজেপি তাঁকে বহিষ্কৃত করে। তারপরে ২০১৯ সালে কংগ্রেসে যোগ দান, কিন্তু সেখানেও সম্ভবত মানিয়ে নিতে পারছিলেন না তিনি। তাই অবশেষে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য যে, বাংলায় তৃতীয়বার সরকার গঠনের পরে থেকেই সর্বভারতীয় স্তরে লড়াইয়ে নামে তৃণমূল কংগ্রেস। গোয়া, ত্রিপুরায় নির্বাচনী লড়াইয়ে শামিল হচ্ছে তৃণমূল। ইতিমধ্যে সর্বভারতীয় স্তরের বহু রাজনৈতিক ব্যক্তিত্ব ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন এবং অনেকেরই যোগ কথা চলছে। তৃণমূল নেত্রীর গোয়া সফরে দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অফিনেত্রী নাফিসা আলি। তারও আগে কলকাতায় গিয়ে তৃণমূলে নাম লিখিয়ে এই মুহূর্তে দলের রাজ্যসভার সাংসদ হয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো।

Related Articles

Back to top button
error: