রাজ্য

করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ না দিতে পারার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ না দিতে পারার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায়ের কটাক্ষ, প্রধানমন্ত্রীর জন্য বিদেশ থেকে বিলাসবহুল বিমান কেনা যেতে পারে কিন্তু গরিবদের ক্ষতিপূরণ দেওয়ার সময় টাকা থাকে না।

করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে কেন্দ্র। কোভিডে বিপর্যস্ত অর্থনীতির কারনে সরকারের হাতে টাকা না থাকার কথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের দেওয়া হলফনামায়। মোদী সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করল তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় সোমবার তৃণমূল ভবনে বলেন, সেন্ট্রাল ভিস্তা গড়তে ২০ হাজার কোটি টাকা খরচ করছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর জন্য বিদেশ থেকে বিলাসবহুল বিমানও আসতে বাধা নেই। শুধু সাধারণ মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার টাকাই নেই সরকারের।

মোদী সরকার সাধারণ মানুষের জন্য বিন্দুমাত্র চিন্তিত নয় বলে এদিন মন্তব্য করেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা। শুধুমাত্র কর্পোরেটদের পকেট ভারী করাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য বলে তাঁর।

Related Articles

Back to top button
error: