HighlightNewsদেশ

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ত্রিপুরায় প্রতিবাদ মিছিল তৃনমূল কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: পেট্রোল ডিজেলের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস উঠেছে আমজনতার। পেট্রোপণ্যের এই লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ আগরতলা গনরাজ চৌমুহনীতে প্রতিবাদ মিছিল করলো ত্রিপুরা প্রদেশ তৃনমূল কংগ্রেস। ত্রিপুরায় এই প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন বাংলা তৃনমূল কংগ্রেসের সাধারন সম্পাদক কুনাল ঘোষ, সুবল ভৌমিক প্রমুখ। উল্লেখ্য যে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রথম থেকেই অভিযোগ করে আসছে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশ হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি পেট্রোল-ডিজেলের আকাশ ছোঁয়া দামের প্রতিবাদ জানা । এছাড়া বহু গণসংগঠন ও বুদ্ধিজীবীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষত পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আসছে। তৃণমূল কংগ্রেস ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সরকার গড়ার লক্ষ্যে প্রপোগান্ডা শুরু করেছে। তারই অংশ হিসেবে এ ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related Articles

Back to top button
error: