HighlightNewsরাজ্য

লক্ষীর ভান্ডারের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে নানুরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলাঃ সোমবার রাতে বীরভূমের নানুরের পেঙ্গা গ্রামে দুয়ারে সরকার ক‍্যাম্পে লক্ষী ভান্ডারের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় দুই গোষ্টির সংঘর্ষ। নানুরের পেঙ্গা গ্রামের তৃণমূলের দুই গোষ্ঠীর এই লড়াইয়ে বেশ কয়েকজন জন তৃণমূল কর্মী সমর্থক আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। আহতরা বোলপুর সিয়ান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রত‍্যক্ষদর্শীদের বয়ান অনুজায়ী দুই পক্ষের মধ্যে এই লড়াই বাঁধে গতকাল রাতে এবং সেখানেই দু’পক্ষের হাতাহাতিতে আহত হন এইসব কর্মী-সমর্থকরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পুরানো পক্ষের এক কর্মী রূপচাঁদ মল্লিকের দাবি, যারা আগে সিপিএম করত তারা এখন তৃণমূলে যোগ দিয়েছেন। তারা তৃণমূলের মধ্যে গোষ্টি দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে। পার্টির পক্ষ থেকে সিদ্ধান্ত হয় গ্ৰামের সকলের ফর্ম ফিলাপ করে পঞ্চায়েতে জমা দিয়ে আসা হবে। কিন্তু আলোম সেখ, আহাদ সেখ, আমান সেখ পার্টির সিদ্ধান্ত উপেক্ষা করে নিজেদের পরিচিতদের লক্ষীর ভান্ডারের ফর্ম নিয়ে পঞ্চায়েতে জমা দিয়ে আসছে।” তিনি আরও অভিযোগ করেন, “এলাকার নেতৃত্বে সাথে কোন রকম কথা না বলেই তারা এই কাজ করছে। এই পরিপ্রেক্ষিতে প্রতিবাদ করতে গেলেই গতকাল রাতে লোহার রড, বাঁশ ইত্যাদি নিয়ে তারা আমাদের উপর আক্রমণ করে। এই ঘটনায় আমাদের ৬ জন কর্মী মারাত্মক আহত হয়েছে। তাদের চিকিৎসা চলছে তবে তাদেরকে হয়তো বর্ধমানে নিয়ে যেতে হতে পারে।” যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের নব‍্য গোষ্টিটি অন্যপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। তবে তাদের কোনো কর্মী সমর্থক আহত হয়েছে কি না জানা যায়নি।

Related Articles

Back to top button
error: