HighlightNewsরাজ্য

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করায় বিজেপি বিধায়কের নামে এফআইআর দায়ের তৃণমূলের

টিডিএন বাংলা ডেস্ক : গতকাল উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনেন। একইসঙ্গে তিনি শাসক দলের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেন। কিন্তু তাঁর এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। পাশাপাশি তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে, রবিবার গাইঘাটার চাঁদপাড়া এলাকায় একটি পথ অবরোধ মিছিলের আয়োজন করে বিজেপি। সেই অবরোধ মিছিলে অংশ গ্রহণ করে বিধায়ক স্বপন মজুমদার অভিযোগ করেন, হাঁসখালি কান্ডের মতো ওই মর্মান্তিক ঘটনায় মদত রয়েছে তৃণমূল কংগ্রেসের। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উডবার্ন থেকে অনুব্রত মণ্ডলকে বের হতে দেবেন না। কারণ মুখ্যমন্ত্রীর ভয় হয় অনুব্রত মণ্ডল সিবিআই কাছে হাজিরা দিলে তৃণমূলের সব অপকর্ম ফাঁশ হয়ে যাবে। এখানেই শেষ নয়, তিনি আশংকা প্রকাশ করে বলেন, প্রয়োজন হলে মমতা বন্দ্যোপাধ্যায় উডবার্নেই অনুব্রত মণ্ডলকে বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে হত্যা করতে পারেন। তাঁর এই মন্তব্যের পরপরই শুরু হয় তীব্র সমালোচনা। তৃণমূলের পাল্টা অভিযোগ, জাল নথিপত্র দিয়ে বিধায়ক হয়েছেন তিনি। তিনি একজন দুষ্কৃতী, যিনি আসামে জেল খেটে এসেছেন।

Related Articles

Back to top button
error: