টিডিএন বাংলা ডেস্ক: আজ মঙ্গলবার দিনহাটা, খড়দহ, শান্তিপুর ও গোসাবা উপনির্বাচনি এলাকাতে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তাদের নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বী থেকে বিশাল ব্যবধানে বিজয় লাভ করেছে। সাধারণত ভোটে জেতার পর বিজয় উল্লাসে মেতে ওঠে কর্মী-সমর্থকরা। কিন্তু বিধানসভা নির্বাচনে বিজয় উল্লাসে সময় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে তৃণমূলের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের উপর আক্রমণের অভিযোগ ওঠে। ৪ উপনিরবাচনি এলাকাতেই বিজয়ের ব্যাপারে নিশ্চিত হতেই শুরু হয়ে গিয়েছে কর্মী-সমর্থকদের বিজয়োল্লাস। তাই এবার অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজয় উল্লাস করতে নিষেধ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে খড়দহের বিজয়ী প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘আমাদের উল্লাস যেন কারও কাছে বিপদের কারণ না হয়!’’
উল্লেখ্য যে, খড়দহ ও গোসাবাতে আগের নির্বাচনে তৃণমূল বিজয়ী হয়েছিল। অন্যদিকে শান্তিপুর ও দিনহাটা বিজেপির দখলে ছিল। কিন্তু এই উপনির্বাচনে চারটি আসনই তৃণমূলের দখলে চলে গেল। চারটি আসনেই তৃণমূল প্রার্থীরা তার নিকটতম বিজেপি প্রার্থী থেকে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। শুধু তাই নয় ৩ টি আসনে বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সামনেই পৌরসভা নির্বাচন, তার আগেই এই বিশাল ব্যবধানের বিজয় তৃণমূলকে বার্তি অক্সিজেন জোগাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।