জঙ্গিপুরে বিরোধী দলের হোর্ডিং ও পোস্টার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা : রাজ্যে চলছে পৌরসভা নির্বাচন। শাসক দলের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা ও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে সিপিআইএম এবং কংগ্রেসের হোর্ডিং ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ জঙ্গিপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেসের প্রার্থী মোহন মাহাতোর নির্বাচনী প্রচারের হোর্ডিং ভেঙে ফেলা হয়েছে। একইসঙ্গে ওই দিনই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ১২নং ওয়ার্ডে জাতীয় কংগ্রেসের পাশাপাশি সিপিআইএম-এর প্রার্থীর ফ্লেক্স, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ। সোমবার ভোরের এই ঘটনায় এলাকায় রাজনৈতিক গুঞ্জন ছড়িয়েছে। প্রসঙ্গত, ইতিপূর্বে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক কংগ্রেসের প্রার্থীদের হেনস্থা করার অভিযোগ তুলেছিল কংগ্রেস। এবার সেই তৃণমূলের বিরুদ্ধেই ফ্লেক্স, ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠলো কংগ্রেসের পক্ষ থেকে।

এদিকে জঙ্গিপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেসের প্রার্থী ও সিপিআইএম প্রার্থীর নির্বাচনী প্রচারের পোস্টার, ব্যানার ও হোর্ডিং ছিঁড়ে ফেলার প্রতিবাদে ও দোষীোদর গ্রেপ্তারের দাবিতে কংগ্রেস ও সিপিএম যৌথভাবে জঙ্গিপুর পুলিস ফাঁড়ির সামনে বিক্ষোভ অভিযান করে। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের মহকুমা সভাপতি হাসানুজ্জামান বাপ্পা, রঘুনাথগঞ্জ ২ ব্লক সভাপতি আবুল কাশেম বিশ্বাস, টাউন সভাপতি তথা ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোহন মাহাতো, সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সোমনাথ সিংহ রায় সহ বহু কর্মী সমর্থক।