HighlightNewsদেশ

পি কে এর হাত ধরে উত্তরপ্রদেশে খাতা খুলতে চলেছে তৃণমূল! প্রিয়াঙ্কার গড়েও ভাঙনের সম্ভাবনা!

টিডিএন বাংলা ডেস্কঃ ত্রিপুরা ও গোয়ার পরে এবার উত্তর প্রদেশেও খাতা খুলতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর প্রিয়াঙ্কার কংগ্রেস গড়ে ভাঙন এর মধ্য দিয়েই শুরু হতে চলেছে সেই যাত্রা- এমনটাই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভের পর এবার লোকসভা নির্বাচনে দিল্লি জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে তৃনমূল। এরই অংশ হিসাবে গোয়া ও ত্রিপুরাতে জোরকদমে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের কাজ। একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব যোগ দিচ্ছেন তৃণমুল কংগ্র্রেসে। এর মধ্যে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রির মত রাজনৈতিক ব্যক্তিত্বও আছেন। এবার নাকি তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনেও লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে কংগ্রেসের গড়ে ভাঙ্গন দিয়ে শুরু করতে চলেছে তারা। বেশকিছু বিক্ষুব্ধ কংগ্রেস নেতা যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে- এমনই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কংগ্রেস নেতারা নাকি PK-এর পরামর্শেই তৃণমূলে আসতে চলেছে। যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। কারণ কিছুদিন আগেই গুজব রটেছিল PK কংগ্রেসে যোগ দিচ্ছেন। রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি। যার জেরে জল্পনা আরো প্রবল হয়। কিন্তু কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের লাখিমপুর কৃষক হত্যা নিয়ে কংগ্রেসের আন্দোলন প্রসঙ্গে পিকে বলেন, লাখিমপুর এর ঘটনায় কংগ্রেস যেভাবে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে তা সম্ভব নয়। এমন কিছু ঘটবে না। তার এই মন্তব্যে প্রশ্ন ওঠে তাহলে কি PK-এর সঙ্গে কংগ্রেসের সম্পর্কে ফাটল ধরেছে। এবার তাঁরই হাত ধরে উত্তরপ্রদেশ কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের তৃণমূলে যোগদান এর জল্পনাতে সে প্রশ্ন আরো জোরালো হয়ে উঠেছে।

Related Articles

Back to top button
error: