HighlightNewsদেশ

গোয়াতে দেদার টাকা ছড়াচ্ছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ শিবসেনার

টিডিএন বাংলা ডেস্ক : গোয়া ছোট্ট রাজ্য। সেখানে দেদার টাকা ছড়াচ্ছে তৃণমূল। এতে সুবিধা হচ্ছে বিজেপিরই। দাবি শিবসেনার। পাশাপাশি টাকার উৎস নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

গোয়া বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শিবসেনার। দলীয় মুখপত্র সামনায় শিবসেনা নেতা সঞ্জয় রাউতের অভিযোগ, তৃণমূল বিপুল পরিমাণ খরচ করছে। এই ছোট্ট রাজ্যের তৃণমূলের এই অবস্থানে আদতে লাভবান হবে বিজেপি। শিবসেনার পক্ষ থেকে ওই টাকার উৎস নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। প্রসঙ্গত, কংগ্রেসও তৃণমূলের অবস্থান নিয়ে আগেই অভিযোগ তুলেছিল শিবসেনা।

গোয়ায় তৃণমূল সক্রিয় হওয়ার পরেই কংগ্রেস নেতৃত্ব-এর পিছনে আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিল। গত কয়েক মাসে গোয়ায় কংগ্রেসের একাধিক নেতা তৃণমূলে যোগ দেন। কংগ্রেসকে দুর্বল করে বিজেপিকে শক্তিশালী করে দিচ্ছে তৃণমূল, এমনই অভিযোগ ছিল। যদিও কংগ্রেস জানিয়েছে, বিজেপিকে হারাতে যে কেউ তাদের সমর্থন করতে পারে। ‘আনুষ্ঠানিক’ প্রস্তাব এলে বিবেচনা করা যাবে।

শিবসেনা কিছু দিন আগে মহারাষ্ট্রের মতো গোয়াতেও কংগ্রেস, শিবসেনা, এনসিপি-র জোটের কথা বলেছিল। এবার তিনি তৃণমূলকে নিশানা করায় নতুন করে গোয়ায় রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Related Articles

Back to top button
error: