টিডিএন বাংলা ডেস্ক: বেশ কিছু দিন ধরে জল্পনা চলছিল, অবশেষে রেশন দুর্নীতিকাণ্ডে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্ৰফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
খবরে প্রকাশ, রেশন দুর্নীতি কান্ডে যুক্ত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়িসহ মোট ৮ জায়গায় তল্লাশি শুরু করেন ইডির গোয়েন্দারা। প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানোর পর অবশেষে আজ শুক্রবার ভোর রাত ৩টে নাগাদ বিধাননগরের বাড়ি থেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান ইডির গোয়েন্দারা।
এদিন সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে ঢোকার আগে জ্যোতিপ্রিয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। এটুকু বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভালো কাজ করেছে। তারা আমাকে শিকার করে নিলেন।’ উল্লেখ্য যে, রেশনের গম খোলা বাজারে বিক্রি করা হয় বলে অভিযোগ উঠেছে। আর এই দুর্নীতিতে রাজ্যের রেশন ডিলারদের একাংশও যুক্ত বলে অনুমান ইডির তদন্তকারীদের। সেই রেশন দুর্নীতিকাণ্ড সংক্রান্ত মামলায় যুক্ত থাকার অভিযোগেই গ্ৰেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে।