মুর্শিদাবাদের রাণিনগরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল নেতার

টিডিএন বাংলা ডেস্ক: মুর্শিদাবাদের রাণিনগরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন এক তৃণমূল নেতা। জানা গিয়েছে, গতকাল রাতে বাড়ি ফেরার সময়, তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক ও লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, আলতাব আলিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়। বিরোধীদের অভিযোগ, এর পেছনে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পাল্টা বিরোধীদের দিকে আঙুল তুলেছে শাসকদল তৃণমূল। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।