টিডিএন বাংলা ডেস্ক: আবারও ফেসবুকে নিজের মনের কথা জানিয়ে করা একটি পোস্টকে ঘিরে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ইতিপূর্বেও একাধিক বার তাঁর করা বিভিন্ন পোস্ট ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। গতকাল বুধবার সকালে হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তাঁর ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টের কথা জানা যানি হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। সেই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এক দল লোকের পাতে পোলাও-মাংস আছে। তাঁরা ঘেউ ঘেউ করছেন। বলছেন, পোলাওয়ে ঘি কম আছে। আরও ঘি ঢালতে হবে। ঘি-বাবু লড়াইতে হারবেন না জিতবেন, তাঁর কিছু যায় আসে না।’