HighlightNewsরাজ্য

বাম আমলে সরকারি চাকরিতে বঞ্চিতদের খোঁজে ই-মেল খুলল তৃণমূল, বাকযুদ্ধে শাসক-বিরোধী

টিডিএন বাংলা ডেস্ক: সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগে জেরবার শাসক দল তৃণমূল। এমতাবস্থায় বাম আমলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও ‘অনিয়ম’ হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। এবার সেই অভিযোগ প্রমাণ করতে বাম আমলে সরকারি চাকরিতে বঞ্চিতদের খোঁজে ই-মেল খুলল তৃণমূল। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, যারা যোগ্য হওয়ার পরেও বঞ্চিত হয়েছেন তাদের খুঁজে বার করতে এই উদ্যোগ। তিনি অভয় দিয়ে বলেন, অভিযোগকারীরা চাইলে তাঁদের নাম ও পরিচয় গোপন রাখা হবে।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের ভাষায়, “সিপিএমের দখলদারির রাজত্বে যাঁরা যোগ্য হয়েও সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন কমরেডদের বউ, শালা, ভাই, দাদা বা ভাগ্নেদের জন্য, বিশেষত ২০০৭-২০১০ পর্যন্ত যাঁদের চাকরির পরীক্ষার নম্বরে কারসাজি হয়েছে বলে বিশ্বাস করেন, তাঁরা নিজেদের নাম, জেলা, ফোন নম্বর ও পরীক্ষার উপযুক্ত তথ্যপ্রমাণ থাকলে মেল করুন। অভিযোগের কাগজ বৈধ হলে আমাদের তরফ থেকে ফোন করে সমস্ত ঘটনা শোনা হবে।”

এই প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে শিক্ষামন্ত্রীকে বলেছিলেন, ১৯৯০ সাল থেকে ২০১১ পর্যন্ত যাঁরা চাকরি পেয়েছিলেন, সেই ন্যূনতম পাঁচ-ছয় লক্ষ চাকরি প্রাপকের তথ্য-সহ শ্বেতপত্র প্রকাশ করতে। তা হলে এখন কি তাঁরা সেই পথে যেতে ভয় পাচ্ছেন? তাই কি অন্য পথ বেছে নিচ্ছেন?”

Related Articles

Back to top button
error: