HighlightNewsরাজ্য

ভগবানপুরে মাঝ রাতে পুড়লো তৃণমূলের পার্টি অফিস! অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে     

টিডিএন বাংলা ডেস্ক: সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর তার আগেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দল গুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা। গতকাল রবিবার ভগবানপুর ২ ব্লকের একতারপুরে মাঝ রাতে ইটের দেওয়াল ও টিনের ছাউনি দেওয়া একটি পার্টি অফিসে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ পার্টি অফিস পোড়ানোর পিছনে হাত আছে বিজেপির। তবে তৃণমূলের সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপির জেলা নেতৃবৃন্দ।

এদিকে রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশ। তৃণমূলের পার্টি অফিসের কাছের একটি নার্সিংহোমের কর্মীরা আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করতে স্থানীয় লোকজন ছুটে এসে জল ঢেলে আগুন নেভান। যদিও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রয়োজনীয় বহু কাগজ পত্র। এই ঘটনা প্রসঙ্গে ভুপতিনগর থানার ওসি কাজল দত্ত বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Back to top button
error: