রাজ্য

মালদা-মুর্শিদাবাদে বাম-কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে জায়গা দখল করার লক্ষে এগিয়ে তৃণমূল

টিডিএন বাংলা ডেস্ক: একুশের নির্বাচনের আগেফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী তাঁর নতুন দল আইএসএফ গঠন করে বাম কংগ্রেসের সঙ্গে জোট বদ্ধ হলে মুসলিম ভোট কোন দিকে যাবে সেটাই মূল আলোচ্য বিষয় ছিল রাজনৈতিক মহলে। তবে সকাল থেকে ভোট গণনা পর্ব শুরু হওয়ার পর যে ভোট প্রবণতা সামনে উঠে এসেছে তা অনুযায়ী, কংগ্রেসের গড় বলে পরিচিত মালদা মুর্শিদাবাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জোগাড় “হাত”-এর ছাপ। শুধু তাই নয়, এখনো পর্যন্ত সেভাবে খাতা খুলতে পারেনি বামেরাও। কংগ্রেসের সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে মুর্শিদাবাদে। আর সেই জায়গাটা দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস।

বিগত বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া থেকে বিধায়ক পদে জয়ী বিশিষ্ট কংগ্রেস নেতা ইদ্রিস আলীকে এবার ভগবানগোলা থেকে প্রার্থী করে তৃণমূল। চতুর্থ রাউন্ডের ভোট গণনা শেষে ইদ্রিস আলী মোট ২০০০২ টি ভোট পেয়েছেন অন্যদিকে সিপিএম প্রার্থী পেয়েছেন মাত্র ৬৮৫৩ টি ভোট। শুধু তাই নয়, কংগ্রেসের আরেক শক্ত ঘাঁটি মালদার সুজাপুরে গণিখানের ভাইপো ঈশা খান চৌধুরির বিরুদ্ধে ৫০৪৫৪টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আবদুল গণি। কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী পেয়েছেন মাত্র ৭৭৮১টি ভোট।

Related Articles

Back to top button
error: