তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে অনুদান থেকে প্রাপ্ত ১.০৭কোটি খরচ করেছেন ব্যাক্তিগত কাজে, দাবি ইডির

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক: তৃণমূল মুখপাত্র সাকেত গোখলের বিরুদ্ধে ব্যক্তিগত খরচের জন্য অনুদান থেকে সংগৃহীত ১.০৭ কোটি টাকারও বেশি ব্যবহার করার অভিযোগ রয়েছে। সামাজিক কাজের জন্য এই টাকা তোলা হয়। এর মধ্যে ২৩ লাখ টাকা দিয়েছেন রাহুল গান্ধীর এক ঘনিষ্ঠ বন্ধু। এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
প্রসঙ্গত, আদালত ৩১ জানুয়ারী পর্যন্ত ইডি-র কাছে তৃণমূল মুখপাত্রের হেফাজত হস্তান্তর করেছে। গুজরাটের সবরমতি জেল থেকে গোখলেকে গ্রেপ্তার করার পরে স্থানীয় আদালতে তার রিমান্ড চেয়েছিল ইডি। আদালতে দেওয়া রিমান্ড নোটে গোখলের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছে ইডি। এরপর আদালত গোখলেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ইডি হেফাজতে পাঠায়।
ইডি আদালতে জানিয়েছে, গোখলে একটি সংস্থা ‘আওয়ার ডেমোক্রেসি ডট ইন’ (OurDemocracy.in)-এর নামে একটি জাল নথি তৈরি করেন। এরপর জায়ান্টট্রিটেক প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অনেকের কাছ থেকে অনুদান নেন। পরে তৃণমূল নেতা তাঁর ব্যক্তিগত প্রয়োজনে এই অর্থ ব্যয় করেন।
ইডির দাবি অনুযায়ী, রাহুল গান্ধীর সহযোগী অলঙ্কার সাওয়াই এক বছরে গোখলের অ্যাকাউন্টে ২৩.৫৪ লক্ষ টাকা পাঠিয়েছিলেন। গোখলে নিজেই তদন্তকারী সংস্থাকে বিষয়টি জানিয়েছেন বলেও দাবি ইডির। তিনি বলেন, আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কিত কিছু কাজে সাওয়াইকে সাহায্য করেছি, যার পরিবর্তে প্রাক্তন ব্যাঙ্কার সাওয়াই গোখলেকে এই অর্থ প্রদান করেন। উল্লেখ্য, গোখলে রাহুল গান্ধীর গবেষণা দলের প্রধান।