HighlightNewsরাজ্য

তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, নাম ও ছবি পরিবর্তন, চক্রান্তের অভিযোগ

টিডিএন বাংলা ডেস্ক: তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করলেন অজ্ঞাত পরিচয়ের হ্যাকাররা। পরিবর্তন করে দিলেন অ্যাকাউন্টের নাম ও ছবি। এই হ্যাক কান্ডের পিছনে কোনো চক্রান্ত আছে বলে অভিযোগ তোলা হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দীর্ঘ কয়েক ঘন্টা কেটে গেলেও হ্যাকারদের হাত থেকে টুইটার অ্যাকাউন্টটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এই প্রসঙ্গে তদন্তের দাবি তুলে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন একটি টুইট করে বলেন, “তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে সাইবার অ্যাটাক হয়েছে। আমরা টুইটারের সঙ্গে যোগাযোগ করেছি। অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার চেষ্টা চলছে। টুইটারের তরফে দ্রুত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।” এদিকে অ্যাকাউন্টটি দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে জোড়াফুলের টেক টিমও। সাইবার বিভাগের সঙ্গে যোগাযোগও রাখছে তারা। ঠিক কোন সময় এই হ্যাকের ঘটনা ঘটে তা জানা যায়নি। তবে মধ্যরাতে হ্যাক করা হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, “যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনীতিতে পেরে উঠছে না, তারা এই ধরণের চক্রান্ত করছে। দুরভিসন্ধি করছে। আমরা দ্রুত এর তদন্ত চেয়েছি। সাইবার ক্রাইম বিভাগকেও এই নিয়ে অ্যালার্ট করা হয়েছে।”

Related Articles

Back to top button
error: