নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: ২১শে জুলাই কলকাতায় অনুষ্টিত হতে চলা শহীদ দিবসে যোগ দিতে মালদা থেকে তৃনমূল কর্মীরা যাত্রা শুরু করে দিয়েছেন আজ থেকেই। একই ভাবে অন্যান্য জেলা থেকেও তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মীরা কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা হতে শুরু করেছেন। সেই উপলক্ষে মালদা রেল স্টেশনে রাতভর ভিড় লক্ষ্য করা যায় তৃণমূল কর্মীদের। এই জনসভা থেকেই আগামী দিনে দলের পথ চলার বার্তা দিবেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়।
মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মালদা রেল স্টেশন চত্বরে তৈরি করা হয়েছে সহায়তা কেন্দ্র। সেখানে উপস্থিত হয়ে কর্মীদের ট্রেনে উঠানো থেকে সমস্ত ধরনের সহযোগিতা করেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমিত্র সরকার, যুব নেতা জয়প্রকাশ সরকার সহ অন্যান্য নেতৃত্ব। তৃণমূল কর্মীদের জলের বোতল, চকলেট, সেনিটাইজার, মাস্ক এবং কলকাতা যাওয়ার পাস বিলি করা হয় সহায়তা কেন্দ্র থেকে। কর্মীরা কলকাতায় কিভাবে যাবে তা বুঝিয়ে দিয়ে পাশ দিয়ে ট্রেনে উঠিয়ে দেওয়া হয়।