রাজ্য

নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে শুভেন্দু অধিকারীর নাম বাদ দেওয়ার দাবি, কমিশনেকে চিঠি তৃণমূলের

টিডিএন বাংলা ডেস্ক: নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে শুভেন্দু অধিকারীর নাম বাদ দেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনেকে চিঠি লিখলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস তার চিঠিতে অভিযোগ করেছে, হলদিয়া থেকে সম্প্রতি নন্দীগ্রামের ভোটার হয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁর নাম এখনও হলদিয়ায় ভোটার তালিকায় রয়ে গিয়েছে। শুভেন্দুর তাঁর নির্বাচনী হলফনামায় ঘোষণা করেছেন, নন্দীগ্রামে তাঁর নাম রয়েছে ভোটার তালিকার পার্ট নম্বর ৭৬ এর সিলিয়াল নম্বর ৬৬৯-এ। অন্য়দিকে, হলদিয়ার ভোটার তালিকায় এসি ২০৯ এর সিরিয়াল নম্বর ৩০৫-তেও তাঁর নাম রয়েছে। কমিশনের নিয়ম অনুযায়ী কেউ দুটি নির্বাচনী কেন্দ্রের ভোটার হতে পারেন না।

Related Articles

Back to top button
error: