টিডিএন বাংলা ডেস্ক : ত্রিপুরা প্রসঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করেন সুপ্রিমকোর্টের একদল আইনজীবী। তাদের বিরুদ্ধে ইউএপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইনের মামলা রজু করেছে পুলিশ। ত্রিপুরার বিজেপি পরিচালিত সরকারের এহেন কর্মকান্ডের বিরোধিতা করে এবং ত্রিপুরায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে কলকাতার ত্রিপুরা ভবনে বিক্ষোভ দেখাল সমাজকর্মীরা। এদিনের প্রতিবাদ কর্মসুচী থেকে মানবাধিকার কর্মীরা অভিযোগ করে বলেন, ‘ইউএপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইনের ক্ষমতাবলে প্রশাসন বিনাবিচারে ১৮০ দিন পর্যন্ত কোনো ব্যক্তিকে আটকে রাখতে পারে। কিন্তু সেই আইনের অপব্যবহার করছে শাসকদল৷ হত্যা করা হচ্ছে গণতন্ত্রকে। কেউ অন্যায়ের প্রতিবাদ করলেই বা সত্য প্রকাশ করলেই তাকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দেওয়া হচ্ছে।’ সেই কারণে সরকারের কাছে এই আইন বাতিলের দাবি জানান তাঁরা। ত্রিপুরায় বিজেপি সরকারের আমলে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। এদিন বিক্ষোভকারীরা দাবি তোলেন ঘটনার জন্য যাঁরা দোষী তাঁদের যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024