টিডিএন বাংলা ডেস্ক: ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, বর্তমানে দীঘা থেকে ৩২০ কিলোমিটার, বালেশ্বর থেকে ৩৮০ কিলোমিটার এবং পারাদ্বীপ থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস। আগামীকাল বেলা ১২ টায় বা তার আগেই স্থলভাগের আছে পড়তে পারে ইয়াস। এই পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী অঞ্চল গুলির মধ্যে দিঘাতে ইয়াসের সবথেকে বেশি প্রভাব পড়তে পারে বলে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় দীঘার সমুদ্র সৈকতে নামানো হয়েছে ৭০ জনের সেনা দল। মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও আধাসামরিক বাহিনী। চলছে মক ড্রিল। এছাড়া গোটা রাজ্যে ১০ টি অতিরিক্ত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত এনডিআরএফ এর মোট ৪৫টি টিম রাজ্যে মোতায়েন করা হয়েছে।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024