অশান্ত আফগানিস্তান! ২৬ তারিখ সর্বদল বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর

ছবি সৌজন্যে নরেন্দ্র মোদির টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক : অশান্ত আফগানিস্তান নিয়ে সর্বদল বৈঠক ডাকল কেন্দ্র। আগামী ২৬ অগস্ট সকাল ১১টায় শুরু হবে বৈঠক। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে একথা জানিয়েছেন।

অশান্ত আফগানমুলুক। কয়েকদিনের মধ্যে উলট-পালট সেখানকার পরিস্থিতি। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার কাজ শুরু করেছে। অন্যদিকে বহু আফগানবাসী ভারতে আশ্রয় চেয়ে আবেদন জানিয়েছে। সরকার সেই অনুরোধ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র সর্বদল বৈঠকের ডাক দিল। সূত্রের খবর, সব রাজনৈতিক দলের নেতাদের বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করতে চাইছেন মোদি।এই বিষয়ে সব তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন বিদেশ মন্ত্রককে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইটে জানিয়েছেন, ‘বিদেশমন্ত্রককে সব রাজনৈতিক দলের নেতাদের আফগানিস্তান সম্পর্কে তথ্য দেওয়ার কথা বলেছেন নরেন্দ্র মোদি।’

এর আগে তালিবদের কাবুল দখলের পর ১৭ তারিখ কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সব মন্ত্রীই উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বৈঠকে মোদি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি আফগানবাসীদের সব রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়। আফগানিস্তানের ব্যাপারে ভারত সিদ্ধান্ত নিয়েছে ধীরে চলার। আফগানমুলুক থেকে ভারতীয়দের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সবটাই নির্ভর করছে কাবুল বিমানবন্দরের পরিস্থিতির ওপর।

তবে প্রধানমন্ত্রীর এই উদ্যোগে খুশি নন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। তাঁর প্রশ্ন, বিদেশমন্ত্রক কেন এই বিষয়ে জানালেন? মোদি নিজে কেন জানালেন না? উনি কি জানেন না আফগানিস্তানে কী হচ্ছে? ট্যুইট করে এই প্রশ্ন তুলেছেন সোনিয়া তনয়।