Highlightআন্তর্জাতিক

করোনা সংক্রমিতদের নির্জন দ্বীপে পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প, চাঞ্চল্যকর অভিযোগ

টিডিএন বাংলা ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন করোনা সংক্রমিত লোকজনকে নির্জন গুয়ানতানামো দ্বীপে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। ‘নাইটমেয়ার সিনারিও: ইনসাইড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ’ নামক সম্প্রতি প্রকাশিতব্য একটি বইয়ে এইসব কর্মকাণ্ডের কথা তুলেধরেছেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ইয়াসমিন আবু তালেব ও দামিয়ান প্যালেটা। হোয়াইট হাউসের তৎকালীন কর্মকর্তাসহ ১৮০ জনেরও বেশি লোকের সাক্ষাৎকার নিয়ে বইটি তথ্যসমৃদ্ধ করে লেখা হয়েছে বলে জানায় সংবামাধ্যম।

২৮ জুন বইটি প্রকাশের অপেক্ষায় রয়েছে। বইয়ে ট্রাম্প প্রশাসনের নানা অজানা তথ্য আছে।
প্রতিবেদনে জানিয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের ‘সিচুয়েশন’ হলে করোনা সংক্রমিত মার্কিন নাগরিকদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা হচ্ছিল। তখন ট্রাম্প উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমাদের মালিকানায় একটা দ্বীপ আছে না ? গুয়ানতানামো দ্বীপে নিলে কেমন হয় ?’ মার্কিন বন্দিশিবির হিসেবে কুখ্যাতি অর্জন করা গুয়ানতানামো বের কথাই বলছিলেন ট্রাম্প।

তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেছিলেন, ‘আমরা বাইরে থেকে ভাইরাস নয়, মালামাল আমদানি করে থাকি।’ ট্রাম্পের এমন কথায় হোয়াইট হাউসের কর্মকর্তারা অবাক হয়ে যান। তাঁরা প্রেসিডেন্টের এ পরামর্শকে দ্রুতই উড়িয়ে দেন , নিঃসন্দেহে ট্রাম্পের এমন মনোভাব জানাজানি হলে প্রাক্তন প্রেসিডেন্ট সম্পর্কে সাধারণ আমেরিকানদের মনে আরো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতো তাতে সন্দেহ নেই।
এমনিতেই সব সময় বিতর্কিত ও ভুলভাল মন্তব্যের জন্য পরিচিত ছিলেন তিনি।

ট্রাম্পের সাথে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স এজার এর করোনা নিয়ে বিভিন্ন বিষয়েই ভুল বোঝাবুঝি হয়ে উঠেছিল , এমনকি হোয়াইট হাউজের চিকিৎসা বিষয়ক প্রধান উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচির সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক ভালো ছিল না। মহামারির সময়ও ডোনাল্ড ট্রাম্প চিকিৎসকদের চেয়ে অর্থনীতিবিদের বেশি গুরুত্ব দিয়েছেন। প্রভৃতি বিভিন্ন তথ্য বইয়ে দাবি করেছেন।

ট্রাম্পের সঙ্গে তাঁর প্রশাসনের বেশ কিছু কর্মকর্তার সংঘাতের অজানা তথ্য প্রকাশিতব্য বইয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Related Articles

Back to top button
error: