টিডিএন বাংলা ডেস্ক: প্রেসিডেন্ট ট্রাম্পকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। আর ট্রাম্পের সেই পরাজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বড় ধাক্কা বলে মন্তব্য করলেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক সুমন্ত্র বসু। সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, ‘ট্রাম্প সাহেবের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী বন্ধুত্ব পাতিয়েছিলেন। দিল্লি দাঙ্গার সময় ট্রাম্প ভারতে এসেছিলেন আর টেক্সাসে হাউডি মোদি আয়োজিত হয়েছিল। তাই ট্রাম্পের পরাজয় মোদির কাছে বড় ধাক্কা। এখন দেখার বাইডেন প্রশাসন ভারতের প্রতি কী মনোভাব নেয়। তবে ট্রাম্পের বিদায় শুধু ভারত নয়, গোটা বিশ্বের কাছে সুখবর।’