টিডিএন বাংলা ডেস্ক : বেআইনিভাবে আয়োজন করা হয়েছে, এই অভিযোগে একটি বিয়ে বাড়িতে ঢুকে গুলি করে খুন। অভিযোগ দক্ষিণপন্থী সংগঠনের এক সদস্যের বিরুদ্ধে। মূল অভিযুক্ত ধরা পড়েছে কিনা তা স্পষ্ট না হলেও, ৩ জনকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। মধ্যপ্রদেশ রাজস্থানের সীমানা সংলগ্ন মান্দাসৌরের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।
সংবাদমাধ্যম সূত্রে খবর, স্বঘোষিত গডম্যান রামপালের অনুগামীদের আয়োজিত একটি অনুষ্ঠানের জোর করে ঢুকে পড়ে সশস্ত্র দুষ্কৃতী। জয় শ্রীরাম বলে চিৎকার করতে থাকে তারা। পুলিশ অফিসার অমিত বর্মা জানিয়েছেন, বিয়েবাড়ির অনুমতি নেই বলে চিৎকার করছিল অভিযুক্তরা। ওই তাণ্ডবের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, লাল পুলওভার এবং সানগ্লাস পড়ে এক ব্যক্তি বিয়েবাড়িতে বন্ধুক দেখিয়ে অভ্যাগতদের ভয় দেখাচ্ছেন। পুলিশ সূত্রে খবর, চিৎকার ও হুমকির মধ্যেই আচমকা গুলি চালায় ওই ব্যক্তি। গুলিবিদ্ধ হন বিয়েবাড়ির প্রধান উদ্যোক্তা, প্রাক্তন সরপঞ্চ দেবীলাল মিনা। তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করা হয়।
ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে ১১ জন অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে ৩জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি মান্দাসৌরের গারোথ এলাকায় একজন প্রভাবশালী রাজনীতিকের ঘনিষ্ঠ।