উৎসবের দিনে অশান্ত উপত্যকা, সেনার গুলিতে নিকেশ ২ জঙ্গি

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : উৎসবের দিনে অশান্ত উপত্যকা। জঙ্গিদের নাশকতা দমনে বড় সাফল্য পেল সেনাবাহিনী। শনিবার সোপিয়ান জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয় দুই জঙ্গি।

সেনা সূত্রে খবর, শুক্রবার গোপন সূত্রে খবর পান তারা। সেইমতো চউগামের ওই এলাকায় শনিবার ভোরে অভিযান চালায় সেনা। সেনার উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনারাও। বেশ কিছুক্ষণ ধরে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। অবশেষে সাফল্য পায় বাহিনী। দুই জঙ্গিকে খতম করে তারা। তাদের ঘাঁটিতে তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার হয়। পাওয়া গেছে একাধিক জিহাদি কাগজপত্র। নিহত দুজনের এখনও পরিচয় জানা যায়নি। এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা করছে সেনাবাহিনী। এলাকাজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

শনিবার সকালে কাশ্মীর পুলিশের তরফে টুইট করে এই খবর জানানো হয়েছে। উল্লেখ্য, জুন মাসে কাশ্মীরে লস্করের কমান্ডার নাদিম আবরার সহ দুই জঙ্গিকে নিকেশ করে সেনাবাহিনী। কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও হত্যার একাধিক ঘটনায় জড়িত ছিল সে।