HighlightNewsআন্তর্জাতিক

সৌদির কাছে খাশোগি হত্যা মামলা হস্তান্তর তুরস্কের, সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্যই কি এই সিদ্ধান্ত!

টিডিএন বাংলা ডেস্ক : তুরস্কের আদালত বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের কলামিস্ট প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের মামলা সৌদি আরবের কাছে হস্তান্তর করেছে। মানবাধিকার গোষ্ঠীগুলি সতর্ক করে ছিল যে, মামলাটি সউদী আরবের কাছে ফিরিয়ে দিলে হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দেয়া হবে। কিন্তু তারপরেও এই রায় দানের মধ্যদিয়ে এই মামলায় সুবিচার পাওয়ার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে বলে খাশোগির সমর্থকরা দাবি করেছেন।

অভিযোগ রয়েছে, সৌদি রাজ পরিবারের সঙ্গে গোপন লেনদেনের অংশ হিসেবে তুর্কি সরকার এই মামলা সেদেশের কাছে হস্তান্তরে রাজি হয়েছে। এটি এমন সময়ও আসে যখন তুরস্ক, যেটি অর্থনৈতিক মন্দার কবলে রয়েছে, সউদী আরব এবং এ অঞ্চলের অন্যান্য দেশের সাথে তার সমস্যাযুক্ত সম্পর্ক মেরামত করার চেষ্টা করছে। কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, রিয়াদ তুরস্ক সউদীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার শর্তে সম্পর্ক উন্নত করেছে।

গত সপ্তাহে, মামলার প্রসিকিউটর মামলাটি সউদী আরবে স্থানান্তর করার সুপারিশ করেছিলেন, এ যুক্তি দিয়ে যে, তুরস্কে বিচার নিষ্পত্তিহীন থাকবে। তুরস্কের আইনমন্ত্রী সুপারিশকে সমর্থন করে বলেছেন, তুরস্কের আদালত যদি সউদীর বিচারের ফলাফল নিয়ে সন্তুষ্ট না হয় তবে তুরস্কে বিচার আবার শুরু হবে। তবে, সউদী আরব, যারা ইতিমধ্যেই কিছু আসামীকে বন্ধ দরজার পিছনে বিচারের মুখোমুখি করেছে, তারা আবার নতুন করে বিচার শুরু করবে কিনা তা পরিষ্কার ছিল না।

প্রসঙ্গত, খাশোগি ছিলেন একজন মার্কিন বাসিন্দা যিনি ওয়াশিংটন পোস্টে সাংবাদিকতা করেছেন। জামাল খাশোগি ছিলেন সৌদি সরকারের কড়া সমালোচক। ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর তাকে হত্যা করা হয়। সেখানে তিনি তার তুর্কি বাগদত্তা হেটিস চেঙ্গিজকে বিয়ে করার জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করার জন্য একটি অ্যাপয়েন্টমেন্টের জন্য গিয়েছিলেন।

Related Articles

Back to top button
error: